বাসস
  ২৬ মে ২০২৩, ১৬:৫২

ভোলার লালমোহনে ৪১ জেলের মধ্যে বকনা বাছুর বিতরণ

ভোলা, ২৬ মে, ২০২৩ (বাসস) : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জেলার লালমোহন উপজেলায় আজ ৪১ জন জেলের মধ্যে ৪১টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে। 
শুক্রবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ চত্তরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলেদের মধ্যে এসব গরুর বাছুর তুলে দেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। 
উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিস যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেন, বর্তমান সরকার জেলেদের জীবনমান উন্নয়নের লক্ষে কাজ করে যাচ্ছে। তাই এসব গরুর বাচ্চা(বাছুর) বিতরণ করা হচ্ছে। এর মাধ্যমে জেলেরা নদীতে মাছ ধরার পাশাপাশি বিকল্প কর্মসংস্থান তৈরি করতে পারবে। তাদের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হবে ।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইমরান মাহমুদ ডালিম’র সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, উপজেলা মৎস্য অফিসার মো: রুহুল কুদ্দুস প্রমুখ উপস্থিত ছিলেন।