শিরোনাম
রাঙ্গামাটি, ২৭ মে , ২০২৩ (বাসস) : জেলার লংগদু উপজেলার মাইনী বাজারে গতরাতে অগ্নিকান্ডে ৯ টি দোকান ভস্মীভূত হয়েছে।
শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৩ টার সময় মাইনী বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
অগ্নিকান্ডের খবর পেয়ে স্থানীয় এলাকাবাসী, ফায়ার সার্ভিস, সেনাবাহিনী,পুলিশ, রেড ক্রিসেন্টের লোকজন এসে প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
লংগদু ফায়ার সার্ভিসের প্রতিনিধি মো: সেলিম বাসসকে বলেন, মধ্যরাতে মাইনী বাজারে অগ্নিকান্ডের খবর পেয়ে আমরা ফায়ার সার্ভিস, সেনাবাহিনীসহ স্থানীয় জনসাধারণ ও অন্যান্যদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।
অগ্নিকান্ডে প্রায় ৮টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায় বলে জানান তিনি।
আজ শনিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।