বাসস
  ২৮ মে ২০২৩, ১৩:৩১

রাঙ্গামাটিতে ভূমি সেবা সপ্তাহের সমাপণী অনুষ্ঠান

রাঙ্গামাটি, ২৮ মে, ৩০২৩ (বাসস) : জেলায় আজ ভূমি সেবা সপ্তাহের সমাপণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়" এ প্রতিপাদ্যে রেববার বেলা ১১টায় রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ভূমি সেবা সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।
এসময়  রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাসরিন সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুল ইসলাম, সিনিয়র কমিশনার ও ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ারদার,
সিনিয়র সহকারী কমিশনার  এ. বি. এম আরিফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মাসুমা বেগমসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভূমি সেবা সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে  প্রায় শতাধিক সেবাগ্রহীতাকে  ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা প্রদান করা হয়।