বাসস
  ০৫ জুন ২০২৩, ১৯:২৭

গণপ্রতিনিধিত্ব আদেশ (সংশোধন) বিল-২০২৩ সংসদে উত্থাপন

সংসদ ভবন, ৫ জুন, ২০২৩ (বাসস) : আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের লক্ষে জাতীয় সংসদে গণপ্রতিনিধিত্ব (সংশোধন) বিল ২০২৩ উত্থাপন করা হয়েছে।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক আজ জাতীয় সংসদে বিলটি উত্থাপন করেন।
বিলটি উত্থাপন করে মন্ত্রী বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য শক্তিশালী ভিত্তি স্থাপনের জন্য প্রস্তাবিত আইনটি অপরিহার্য।
প্রস্তাবিত বিলটি পনের দিনের মধ্যে প্রতিবেদন দেয়ার জন্য সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠাতে সংসদের প্রতি আহ্বান জানান মন্ত্রী।