বাসস
  ২২ জুন ২০২৩, ২০:৩৮

দেশে ৩,৫৩,৩৫২ কিলোমিটার সড়ক পাকা করা হবে : এলজিআরডি মন্ত্রী

সংসদ ভবন, ২২ জুন, ২০২৩ (বাসস) : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম জানিয়েছেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় সারাদেশে ৩ লাখ ৫৩ হাজার ৩৫২ কিলোমিটার সড়ক পাকা করার লক্ষ্যমাত্রা নির্ধারিত আছে। 
তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য দিদারুল আলমের টেবিলে উপস্থাপিত তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে একথা জানান। 
মন্ত্রী জানান, বর্তমানে সারাদেশে পাকা সড়কের দৈর্ঘ্য ১ লাখ ৪০ হাজার ৬৯৯ কিলোমিটার এবং কাচা সড়কের দৈর্ঘ্য ২ লাখ ১২ হাজার ৬৫০ কিলোমিটার।
তাজুল ইসলাম বলেন, ‘এলজিইডি’র আওতায় কাঁচা সড়ক পাকাকরণ একটি চলমান প্রক্রিয়া। প্রয়োজনীয় অর্থের সংস্থান সাপেক্ষে কাঁচা সড়কের গুরুত্ব ও অগ্রাধিকার বিবেচনা করে পর্যায়ক্রমে পাকা করা হচ্ছে।’