বাসস
  ২৪ ডিসেম্বর ২০২৪, ১৭:৪৫
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ১৮:২৪

ছাত্রদলের ঢাকা মহানগরের ৪ শাখার কমিটি অনুমোদন

ঢাকা, ২৪ ডিসেম্বর, ২০২৪ (বাসস): ঢাকা মহানগরে ছাত্রদলের চারটি শাখার আংশিক কমিটি অনুমোদন দিয়েছে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ। মঙ্গলবার ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঢাকা মহানগর উত্তর শাখা ছাত্রদল: সভাপতি মো. সালাহউদ্দিন আহমেদ, সিনিয়র সহ-সভাপতি রবিউল আওয়াল ভূইয়া রবি, আবু বক্কর সিদ্দিক সুমন, ফখরুল ইসলাম ফাহাদ, ইমাম হোসেন নির্জন, আসাদুল শিকদার, ইমরান খান সনি সাধারণ সম্পাদক- মাহফুজুর রহমান লিপকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক- সাগর বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক- মুনতাসির হাসান সোহাগ, আসাদুজ্জামান, আব্দুল হালিম, ইউসুফ আহম্মদ ইরফান, সাংগঠনিক সম্পাদক- মেহেদী হাসান মিম।

ঢাকা মহানগর দক্ষিণ শাখা ছাত্রদল: সভাপতি- শামীম মাহমুদ, সিনিয়র সহ-সভাপতি- মাহমুদ উল্লাহ মাহমুদ, সহ-সভাপতি- ইব্রাহিম সরকার, রুবেল আহমেদ রানা, সাধারণ সম্পাদক - আব্দুর রহিম ভূঁইয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক- রফিকুল ইসলাম রফিক, যুগ্ম সাধারণ সম্পাদক- মাসুদ রানা, এইচ এম মাসুম বিল্লাহ, রেদোয়ান হিমেল, সাংগঠনিক সম্পাদক- গোলাম রাব্বানী রবিন।

ঢাকা মহানগর পশ্চিম শাখা ছাত্রদল: সভাপতি- মো. রবিন খান, সিনিয়র সহ-সভাপতি - গোলাম মাওলা গোলাপ, সহ-সভাপতি- মো. কাউছার খাঁন, সারোয়ার আলম পিয়াস, সাধারণ সম্পাদক- আকরাম আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক- মো. রফিকুল ইসলাম জিন্নাহ, যুগ্ম সাধারণ সম্পাদক- শাহরিয়ার মাহমুদ রাফি, জাকারিয়া খান সিজার সাংগঠনিক সম্পাদক- ইকবাল হোসেন সোহেল।

ঢাকা মহানগর পূর্ব শাখা ছাত্রদল: সভাপতি- মো. সোহাগ ভূঁইয়া, সিনিয়র সহ-সভাপতি- আব্দুল্লাহ জামাল চৌধুরী আদিত্য, সহ-সভাপতি- আরমান হোসেন বাপ্পী, মো.আক্তার হোসেন, বায়োজিদ হোসেন, সাধারণ সম্পাদক- মো. আব্দুল হান্নান মজুমদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক- ওবায়দুল ইসলাম সৈকত, আব্দুর রহিম রাজীব, রাশিদ উল ইসলাম তানজীম, আবু সুফিয়ান সরকার, সাংগঠনিক সম্পাদক - আজিম উদ্দিন আবিদ।