বাসস
  ২৫ ডিসেম্বর ২০২৪, ২৩:০৬

হত্যা মামলায় গ্রেফতার আইনজীবী রবি কারাগারে

গ্রেফতার আইনজীবী রবিউল ইসলাম রবি

ঢাকা, ২৫ ডিসেম্বর ২০২৪ (বাসস): বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় মো. জসিম (৪২) নামে এক ব্যাক্তিকে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেফতার আইনজীবী রবিউল ইসলাম রবির (৩১)  রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করে পুলিশ।

এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক মো. সাইফুল ইসলাম তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। এ সময় আসামিপক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন তার জামিন ও রিমান্ড উভয় নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) মতিঝিল থানার কমলাপুর বাজার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

মামলার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন এলাকায় অংশ নেন মো. জসীম। পরে ওইদিন বিকেল সাড়ে ৩টার দিকে তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় গত ১১ ডিসেম্বর নিহতের স্ত্রী মোছা. ফরিদা বাদী হয়ে ২০৫ জনের বিরুদ্ধে মামলা করেন। এ মামলায় ১০ নম্বর আসামি এজাহারনামীয় হলেন রবিউল।