শিরোনাম
ঢাকা, ২৬ ডিসেম্বর, ২০২৪ (বাসস): পুলিশের তালিকাভুক্ত কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী ও চাঁদাবাজ ‘কিলার লিটন’কে গ্রেফতার করেছে হাজারীবাগ থানা পুলিশ।
লিটন পুলিশ হেডকোয়ার্টার্স ও ডিএমপি হেডকোয়ার্টার্সের তালিকাভুক্ত কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী ও চাঁদাবাজ। তার বিরুদ্ধে হাজারীবাগ থানায় ১৪ টি মামলা রয়েছে বলে পুলিশ জানায়।
গ্রেফতার কিলার লিটনের বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জের বাজিত খাঁ গ্রামে। সে হাজারীবাগের বাড়ৈখালী এলাকায় একটি ভাড়া বাসায় থাকত।
আজ বৃহস্পতিবার হাজারীবাগের বাড়ৈখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করে হাজারীবাগ থানা পুলিশ।
হাজারীবাগ থানা সূত্রে জানা যায়, কিলার লিটনের নামে ডিএমপির হাজারীবাগ থানায় মাদক, চাঁদাবাজি, ছিনতাই মারপিটসহ ১৪টি মামলা রয়েছে। তাকে দীর্ঘদিন ধরে থানা পুলিশ, ডিবি ও র্যাব গ্রেফতারের চেষ্টা চালিয়ে আসছিল। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে আজ বাড়ৈখালী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে ডিএমপির হাজারীবাগ থানা পুলিশ।
থানা সূত্র জানায়, গ্রেফতারকৃতের নাম মো. লিটন হাওলাদার হলেও চাঁদাবাজি, মারামারি, মারপিট, ছিনতাই ও মাদক ব্যবসার জন্য এলাকাবাসীর নিকট সে কিলার লিটন হিসেবে পরিচিত ছিল।