বাসস
  ০৭ জানুয়ারি ২০২৪, ২২:৫০

রংপুর-৬ আসনে শিরীন শারমিন চৌধুরী বেসরকারিভাবে নির্বাচিত

ঢাকা, ৭ জানুয়ারি, ২০২৪ (বাসস) : রংপুর-৬ আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নৌকা প্রতীকে ১ লাখ ৮ হাজার ৬৩৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। 
নির্বাচন কমিশন সচিবালয়ে স্থাপিত ফলাফল সংগ্রহ ও বিতরণ কেন্দ্রে কমিশন সচিবালয়ের সচিব জাহাংগির আলম আজ রাতে এই ফলাফল ঘোষণা করেন। 
তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী মো. সিরাজুল ইসলাম ট্রাক প্রতীকে পেয়েছেন ৩৬ হাজার ৮৩২ ভোট। 
রংপুর-৬ আসনে ভোটার ৩ লাখ ২৯ হাজার ৭৫৪ জন। সর্বমোট প্রদত্ত ভোট ১ লাখ ৫৮ হাজার ৪২৪টি, বৈধ ভোট ১ লাখ ৫৫ হাজার ৬৩৬টি। এই আসনে বাতিল হয়েছে ২ হাজার ৭৮৮ ভোট। প্রদত্ত ভোটের শতকরা হার ৪৮ দশমিক ০৪ শতাংশ।