শিরোনাম
ঢাকা, ১৪ জানুয়ারী, ২০২৪ (বাসস): স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে কোন ধরণের সংকট মোকাবেলা করার সামর্থ সরকারের রয়েছে।
তিনি আরো বলেন, করোনা ভাইরাসের মহামারী ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সৃষ্ট বিশ্ব মন্দার ঢেউ আমাদের দেশে লাগলেও, সরকার তা মোকাবেলা করতে সমর্থ হয়েছে।
তাজুল ইসলাম আজ সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।
তাজুল ইসলাম বলেন, প্রয়োজনীয় প্রকল্প গ্রহণ করা হবে। নির্ধারিত সময়ে প্রকল্প বাস্তবায়ন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করা কঠিন হবে না। এই সক্ষমতা সরকার দেখিয়েছে।
তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত কার্যক্রম নেওয়া হয়েছে। মানুষকে সচেতন থাকতে হবে। সারাবছর ডেঙ্গু মোকাবেলার কার্যক্রম পরিচালনা করা হবে।
স্থানীয় সরকার মন্ত্রী আরো বলেন, ঢাকা থেকে সারাদেশে এডিস মশা ছড়িয়েছে। এই বিষয়টি বিবেচনায় নিয়ে কর্মসূচী গ্রহণ করা হচ্ছে। স্থানীয় জনপ্রতিনিধিরা সেক্ষেত্রে কাজ করবে।