বাসস
  ১৬ জানুয়ারি ২০২৪, ১৪:১২

উ.কোরিয়া উস্কানি দিলে ‘বহু গুণ শক্তিশালী’ জবাব দিবে দ.কোরিয়া

সিউল, ১৬ জানুয়ারি, ২০২৪ (বাসস ডেস্ক) : দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়েল মঙ্গলবার তার মন্ত্রিসভাকে বলেছেন, পরমাণু ক্ষমতাধর দেশ উত্তর কোরিয়া উস্কানিমূলক কর্মকা- চালালে, সিউল ‘বহু গুণ শক্তিশালী’ অস্ত্র ব্যবহার করে এর পাল্টা জবাব দিবে।
খবর এএফপি’র।
টেলিভিশনে সম্প্রচারিত বৈঠকে তিনি বলেন, উত্তর কোরিয়া কোনো ধরনের উস্কানি দিলে আমরা এর বহু গুণ শক্তিশালী জবাব দেব। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর ‘অপ্রতিরোধ্য জবাব দেওয়ার সক্ষমতার’ কথা উল্লেখ করে তিনি এমন কথা বলেন।