বাসস
  ২৯ জানুয়ারি ২০২৪, ১১:৪৬

যশোরের চৌগাছায় তিন দিনব্যাপী গুড়ের মেলা শুরু আজ

যশোর, ২৯ জানুয়ারি, ২০২৪ (বাসস) : খেজুর গুড়ের ঐতিহ্য ধরে রাখতে জেলার চৌগাছায় গুড়ের মেলার আয়োজন করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় গাছিদের নিয়ে আজ থেকে তিন দিনব্যাপী এই গুড়ের মেলা অনুষ্ঠিত হবে।
গুড়ের মেলা কেন্দ্র করে সম্প্রতি উপজেলা মিলনায়তনে আয়োজিত এক প্রেস ব্রিফিংএ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা জানিয়েছেন, উপজেলা পরিষদেও মাঠে আজ ২৯ জানুয়ারি থেকে তিনদিন গুড়ের মেলা অনুষ্ঠিত হবে।
সুস্মিতা সাহা জানান, যশোরসহ এ অঞ্চল খেজুর গুড়ের জন্য বিখ্যাত। গুড়ের ঐতিহ্য টিকিয়ে রাখতে এবং গাছিদের উদ্বুদ্ধ করার পাশাপাশি অর্থনৈতিক সম্ভাবনা সৃষ্টির লক্ষ্যে গুড়ের মেলার আয়োজন করা হয়েছে। এ সময় তিনি গুড়ের মেলার ব্যাপক প্রচারের জন্য গণমাধ্যমে লেখালেখির আহবান জানান।