বাসস
  ০৪ এপ্রিল ২০২৪, ২০:৩১
আপডেট : ০৫ এপ্রিল ২০২৪, ১০:০১

বান্দরবানে সোনালী ব্যাংকের অপহৃত ম্যানেজার উদ্ধার

ঢাকা, ৪ এপ্রিল, ২০২৪ (বাসস): অপহরণের ৪৮ ঘণ্টা পর র‌্যাবের মধ্যস্থতায় সোনালী ব্যাংকের বান্দরবানের রুমা শাখার ম্যানেজার  নেজাম উদ্দিনকে উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি বাসসকে বলেন, আজ বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে তাকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর তাকে বান্দরবানে স্থানীয় র‌্যাব ক্যাম্পে নেয়া হয়েছে।