বাসস
  ১৯ এপ্রিল ২০২৪, ২১:৪২
আপডেট : ২০ এপ্রিল ২০২৪, ০০:০০

সাংবাদিক ইহসানুল করিমের মিলাদ মাহফিল অনুষ্ঠিত

ঢাকা, ১৯ এপ্রিল, ২০২৪ (বাসস): প্রধানমন্ত্রীর প্রয়াত প্রেস সচিব, বিশিষ্ট সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা ইহসানুল করিম হেলালের স্মরণে আজ বাদ আসর মরহুমের রাজধানীর অ্যালেনবাড়ি অফিসার্স কোয়ার্টার বাসভবনে এক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মিলাদ মাহফিলে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন ও প্রধানমন্ত্রীর স্পিস রাইটার মো. নজরুল ইসলামসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, মরহুম করিমের পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, সহকর্মী, শুভানুধ্যায়ী ও গুণগ্রাহীরা অংশ নেন।
পরে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
ইহসানুল করিম গত ১০ মার্চ রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ৭৪ বছর বয়সে ইন্তেকাল করেন।
তিনি স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।
১৯৪৯ সালের নভেম্বর মাসে কুষ্টিয়া জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেওয়া ইহসানুল করিম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর এবং একই বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা অর্জন করেন।
পরে, তিনি ইন্ডিয়ান ইনস্টিটিউট অব মাস কমিউনিকেশন (আইআইএমসি) থেকে ডেভেলপমেন্ট জার্নালিজমের ওপর স্নাতকোত্তর ডিগ্রি নেন।
মৃত্যুর আগ পর্যন্ত তিনি আইআইএমসি অ্যালামনাই অ্যাসোসিয়েশন, বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি ছিলেন।
করিম ১৯৭১ সালে দেশের মুক্তিযুদ্ধে যোগ দেন এবং বাংলাদেশ লিবারেশন ফোর্সের (বিএলএফ) সদস্য হিসেবে পশ্চিম সীমান্তে যুদ্ধ করেন।
১৫ জুন, ২০১৫-এ তিনি এক বছরের চুক্তির ভিত্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব নিযুক্ত হন এবং ১৬ জুন, ২০১৬ তারিখে এ নিয়োগের মেয়াদ তিন বছর বাড়ানো হয়। ১৮ জুন, ২০১৯ থেকে প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে তার নিয়োগের মেয়াদ আরও তিন বছর বাড়ানো হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়োগের আগে করিম রাষ্ট্রপতির প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেন এবং এরও আগে জাতীয় সংবাদ সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭২ সালে তিনি স্টাফ রিপোর্টার হিসাবে বাসসে কর্মজীবন শুরু করেন।
তিনি বাসসের নয়াদিল্লি সংবাদদাতা হিসেবেও পাঁচ বছর দায়িত্ব পালন করেন।
সাংবাদিকতায় তার দীর্ঘ কর্মজীবনে করিম ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন (বিবিসি)’র বাংলা সার্ভিস এবং প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া (পিটিআই)’র বাংলাদেশ সংবাদদাতাসহ বেশ কয়েকটি বিদেশি মিডিয়াতেও কাজ করেন।