বাসস
  ২৪ এপ্রিল ২০২৪, ১৫:৩৭
আপডেট : ২৪ এপ্রিল ২০২৪, ১৯:২৯

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ৩ জন বিচারপতি নিয়োগ

ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪ (বাসস) : সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নতুন তিন বিচারপতি নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতির আদেশক্রমে আইন ও বিচার বিভাগের সচিব মোঃ গোলাম সারওয়ার স্বাক্ষরিত  এ সংক্রান্ত প্রজ্ঞাপন আজ জারি করা হয়েছে। 
প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের তিনজন বিচারককে তাদের শপথ গ্রহণের তারিখ হতে সুপ্রিম কোর্টের  আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ করেছেন।
নবনিযুক্ত আপিল বিভাগের বিচারপতিগণ হলেন-বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ, বিচারপতি মোঃ শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন।