বাসস
  ২৫ এপ্রিল ২০২৪, ১৮:০২

বাপেক্স ও এস.সি ইউরো গ্যাস সিস্টেমস এস.আর.এল রোমানিয়ার মধ্যে চুক্তি

ঢাকা, ২৫ এপ্রিল, ২০২৪ (বাসস) : জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতাধীন বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) এবং এস.সি ইউরো গ্যাস সিস্টেমস এস.আর.এল রোমানিয়ার মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
চুক্তির আওতায় ‘শ্রীকাইল গ্যাসক্ষেত্রের জন্য ওয়েলহেড কম্প্রেসর সংগ্রহ ও স্থাপন’ শীর্ষক প্রকল্পের আওতায় শ্রীকাইল গ্যাসক্ষেত্রে দৈনিক ১০ মিলিয়ন ঘনফুট ক্ষমতাসম্পন্ন তিনটি ওয়েলহেড কম্প্রেসরও আনুষঙ্গিক ফ্যাসিলিটিজ সংগ্রহ ও স্থাপন করা হবে।
মঙ্গলবার স্থানীয় হোটেলে এই চুক্তি স্বাক্ষরিত হয়। বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মো. শোয়েব ও এস.সি ইউরো গ্যাস সিস্টেমস এস.আর.এল এর প্রতিনিধিসহ বাপেক্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের প্রেক্ষিতে ১৫ দশমিক ৯২ মিলিয়ন মার্কিন ডলার চুক্তিমূল্যে চুক্তিটি স্বাক্ষরিত হয়।
উল্লেখিত তিনটি ওয়েলহেড কম্প্রেসর ও আনুষঙ্গিক ফ্যাসিলিটিজ সংগ্রহ ও স্থাপনকাজ সম্পন্নর ফলে শ্রীকাইল গ্যাসক্ষেত্রের গ্যাসকূপগুলো থেকে দৈনিক সর্বাধিক পরিমাণে গ্যাস উৎপাদন করা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।