শিরোনাম
ঢাকা, ২৮ এপ্রিল, ২০২৪ (বাসস) : বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টাম-লীর সদস্য, একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষাবিদ এবং বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের প্রাক্তন মহাসচিব ড. প্রণব কুমার বড়ুয়া পরলোকগমন করেছেন।
আজ রোববার সকাল পৌনে ১১টায় তিনি চট্টগ্রামে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। তিনি তিন ছেলে, দুই মেয়েসহ বহু আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। ড. প্রণব কুমার বড়ুয়া চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক ক্রীড়া সম্পাদক ও দৈনিক পূর্বকোণের প্রাক্তন সাংবাদিক দেবাশীষ বড়ুয়া দেবুর পিতা। তার সহধর্মিনী সুনীতি বড়ুয়া চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা ছিলেন।
সুবক্তা, প্রাবন্ধিক এবং ক্রীড়া ভাষ্যকার প্রয়াত ড. বড়ুয়ার অনিত্যসভা আগামীকাল সোমবার দুপুর ২টায় রাউজান আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। পরে তার নিজ গ্রামের পারিবারিক শ্মশানে শেষকৃত্য অনুষ্ঠিত হবে।
ড. প্রণব কুমার বড়ুয়া ১৯৩৪ সালের ২৩ আগস্ট চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার আবুরখীল গ্রামে জন্মগ্রহণ করেন। কর্মজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পালি বিভাগের খণ্ডকালীন অধ্যাপক হিসেবে নিয়োজিত ছিলেন। এছাড়া কানুনগোপাড়া কলেজ, রাঙ্গুনিয়া কলেজ, অগ্রসর বালিকা মহাবিদ্যালয় এবং কুণ্ডেশ্বরী বালিকা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হিসেবে দায়িত্বপালন করেন।
তিনি বাংলা সাহিত্যে এবং পালিতে এমএ ডিগ্রি অর্জন করেন। পরে কোলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। শিক্ষায় বিশেষ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ২০১৯ সালে একুশে পদক প্রদান করে।
রোববার বিকেল ৪টায় ড. প্রণব কুমার বড়ুয়ার মরদেহ চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গণে আনা হয়। এ সময় চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাহউদ্দিন মো. রেজা, সিনিয়র সহ-সভাপতি চৌধুরী ফরিদ, সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, ক্রীড়া সম্পাদক এম সরওয়ারুল আলম সোহেল, কার্যকরী সদস্য মো. আইয়ুব আলী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য’সহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকগণ তার প্রতি শ্রদ্ধা জানান।
ড. প্রণব বড়ুয়ার মৃত্যুতে চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাহউদ্দিন মো. রেজা এবং সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক গভীর শোক প্রকাশ করে প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন। একইসঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।