বাসস
  ০৪ মে ২০২৪, ১১:৫৩
আপডেট : ০৪ মে ২০২৪, ১২:৩৩

মুন্সীগঞ্জে কাভার্ডভ্যান চাপায় কার আরোহী বাবা-ছেলেসহ নিহত ৩

মুন্সীগঞ্জ, ৪ মে, ২০২৪ (বাসস): জেলার গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যান চাপায় প্রাইভেটকারে থাকা পিতাপুত্রসহ একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ২জন। শুক্রবার রাত পৌনে ২টার দিকে উপজেলার বাউশিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন জহির (৩০), তার বাবা আলমগীর (৫৫) ও মামী রাহেলা বেগম (৫০)।
আহতরা হলেন-আলমগীর হোসেনের বড় ছেলে নজরুল ইসলাম (৩৫) ও প্রাইভেট কার চালক ইব্রাহিম খলিল সুজনকে (৩২) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের সবার বাড়ি চাঁদপুরে। গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজিব খান জানান, রাতে চাঁদপুর থেকে ঢাকার অভিমুখে যাচ্ছিলো নিহত জহির ও তার বাবা-মামীকে বহনকারী প্রাইভেটকারটি, পথিমধ্যে তারা গজারিয়ার বাউশিয়া ইউনিয়নে পৌছালে অজ্ঞাত একটি কাভার্ডভ্যান তাদের প্রাইভেটকারটিকে চাপা দেয়। এতে আহত হয় প্রাইভেটকারে থাকা সবাই। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক  তিনজনকে মৃত ঘোষণা করেন।