বাসস
  ১৬ মে ২০২৪, ২৩:২৩

স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর প্রাণহানির চেষ্টার নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ঢাকা, ১৬ মে, ২০২৪ (বাসস) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীকে হত্যার উদ্দেশ্যে গুলি করার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবং ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
স্লোভাকিয়ার রাষ্ট্রপতি জুজানা কাপুতোভার কাছে লেখা এক পত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর ওপর জঘন্য হত্যা চেষ্টার কথা জানতে পেরে বাংলাদেশের জনগণ এবং আমি গভীরভাবে মর্মাহত ও শঙ্কিত।’
তিনি আরো বলেন, ‘আমি দ্রুত তার সুস্থতা কামনা করছি এবং স্লোভাকিয়ার জনগণ ও তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।’
প্রধানমন্ত্রী আরো বলেন, ‘এ ধরনের নির্বোধ সহিংসতা একটি বৈশ্বিক গণতান্ত্রিক রীতি ও মূল্যবোধের ওপর হামলা এবং আমি এর তীব্র নিন্দা জানাই।’
‘এই দুঃসময়ে আমি স্লোভাকিয়ার  জনগণের পাশে আছি’ বলেও  উল্লেখ করেন  প্রধানমন্ত্রী।