বাসস
  ২৩ মে ২০২৪, ২২:১৫
আপডেট : ২৩ মে ২০২৪, ২২:২৭

সাবেক আইজিপি বেনজীরের সম্পদ ক্রোকের নির্দেশ আদালতের

ঢাকা, ২৩ মে, ২০২৪ (বাসস) : পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের ৩৩টি ব্যাংক একাউন্ট এবং বিভিন্ন স্থাবর ও অস্থাবর সম্পত্তির ৮৩ দলিলের সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। 
আজ বৃহস্পতিবার (২৩ মে) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এ নির্দেশ দেন, দুদকের আইনজীবী খুরশীদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। 
দুদক সূত্রে জানা যায়, বেনজীর আহম্মেদের লেনদেনকৃত ৩৩ টি ব্যাংক হিসাব ও তার গোপালগঞ্জসহ স্থাবর ও অস্থাবর সম্পত্তির ৮৩টি দলিল ক্রোকের জন্য দুদক আবেদনের প্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন।