বাসস
  ০২ জুলাই ২০২৪, ১২:৫৮
আপডেট : ০২ জুলাই ২০২৪, ১৭:৪৫

নারায়ণগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়ি থেকে ৩টি আইডি ডিভাইস উদ্ধার

নারায়ণগঞ্জ, ২ জুলাই, ২০২৪ (বাসস) : জেলার রূপগঞ্জের বরপা বাগানবাড়ি এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা তৃতীয় তলা বাড়ি থেকে আজ তিনটি আইডি ডিভাইস(বিস্ফোরক) উদ্ধার করেছে এন্টি টেরোরিজম ইউনিট।  
অভিযানের নেতৃত্ব দেয়া এন্টি টেরিজম ইউনিটের এসপি সানোয়ার হোসেন জানান, জাকির মিয়ার মালিকানাধিন ওই বাড়ি থেকে তিনটি আইডি ডিভাইস উদ্ধার করে ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়। এর মধ্যে একটি ওই বাড়ির ভিতরে বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়। বাকি দু’টির বিস্ফোরণ ঘটানো হয় বাইরে এনে। বিকেল ৫টায় এই অভিযান সমাপ্ত করা হয় বলে জানান তিনি। 
সানোয়ার হোসেন জানান, ওই বাড়িতে যেসব জঙ্গি অবস্থান করছে বলে তারা সন্দেহ করছিলেন, তারা দুইদিন আগেই ওই বাড়ি থেকে সরে গেছে বলে তারা মনে করছেন।
এর আগে ভোর থেকে ওই ভবনটি ঘিরে রাখে এটিইউর দল। পরে বেলা ২টা থেকে ওই ভবনের তৃতীয় তলার একটি বাসায় অভিযান শুরু করা হয়। 
ভবনটির নিচতলার ভাড়াটিয়া সুন্নত মিয়া জানান, এই ভবনের তৃতীয় তলার একটি বাসায় দুই শিশুসহ স্বামী-স্ত্রী বেশ কয়েকমাস ধরে বসবাস করে আসছিল। তবে কয়েকদিন ধরে তাদের দেখা যাচ্ছে না। তারা নারায়ণগঞ্জের টিটাগাং রোডে গার্মেন্টসে চাকরি করে বলে জানিয়েছিল।