বাসস
  ১০ জুলাই ২০২৪, ১২:১৯
আপডেট : ১০ জুলাই ২০২৪, ১৬:২৯

টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের নগর মন্ত্রী হলেন

ঢাকা, ১০ জুলাই, ২০২৪ (বাসস): জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিককে যুক্তরাজ্যের (ইউকে)নগর মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
যুক্তরাজ্য সরকার ৫ জুলাই ‘মন্ত্রণালয়ের নিয়োগ: জুলাই ২০২৪’ শিরোনামে তার ওয়েবসাইটে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টিউলিপ সিদ্দিক এমপিকে ‘সংসদীয় সচিব (অর্থ মন্ত্রনালয় ও নগর মন্ত্রীর অর্থনৈতিক সচিব)’ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে টিউলিপ সিদ্দিক টানা চতুর্থবারের মতো এমপি নির্বাচিত হন।  
তিনি হ্যাম্পস্টেড এবং হাইগেট নির্বাচনী এলাকা থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্ধিতা করেছিলেন।