শিরোনাম
নরসিংদী, ২৪ জুলাই, ২০২৪ (বাসস): নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া মৌসুমী ও খাদিজা নামে দুই নারী জঙ্গিকে ঢাকা থেকে গ্রেফতার করেছে এন্ট্রি টেরিজম স্কোয়াড। বুধবার সকালে রাজধানী ঢাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) অনির্বাণ চৌধুরী।
তিনি বলেন কারাগার থেকে পালিয়ে যাওয়া ৯ জঙ্গির মধ্যে এখনও ৭ জঙ্গি ধরাছোঁয়ার বাইরে রয়েছে। তাদেরকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। খুব শিগগিরই তাদেরকে আইনের আওতায় আনা হবে।
তিনি আরো বলেন, নরসিংদী জেলা কারাগারে ভাঙচুরসহ অগ্নিসংযোগের ঘটনায় লুট হওয়া ৮৫টি রাইফেলের মধ্যে ৩৯টি ৮ হাজার ১৫টি গুলির মধ্যে ১ হাজার ৬৭টি গুলি উদ্ধার করা হয়েছে।
এর আগে এ কার্যক্রমের প্রথমদিন মঙ্গলবার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত পালিয়ে যাওয়া ১২৮ জন পলাতক কারাবন্দি আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন বলে জানান নরসিংদী আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট কাজী নাজমুল ইসলাম। আত্মসমর্পণকারী বন্দিদের মধ্যে চারজন নারীও ছিলো। এছাড়া পালিয়ে যাওয়ার পর থেকে বিভিন্ন সময় আরও ৬৫ জন বন্দিসহ আজ বুধবার বেলা ২টা পর্যন্ত সর্বমোট ৩৩১ জন বন্দি আত্মসমর্পণ করেন।
কারাগার থেকে পালানো সব বন্দি আত্মসমর্পণ করা না পর্যন্ত এ প্রক্রিয়া চলমান থাকবেন বলে তিনি জানান।