বাসস
  ০৩ আগস্ট ২০২৪, ১০:৫১

বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে নানা আয়োজন

জয়পুরহাট, ৩ আগস্ট, ২০২৪ (বাসস) : আগামী ৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যৈষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৫তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে স্থানীয় জয়পুরহাট জেলা প্রশাসন।
স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যৈষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৫তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত নানা কর্মসূচির মধ্যে রয়েছে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে স্থাপনকৃত শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পাস্তবক অর্পণ করা হবে। জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজীর নেতৃত্বে জেলা প্রশাসন, পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলমের নেতৃত্বে পুলিশ বিভাগসহ জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, সিভিল সার্জন, পৌরসভা, জেলা পরিষদ, সরকারি ও বেসরকারি উন্নয়ন সংস্থা এবং শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পাস্তবক অর্পণ করা হবে। এ ছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধঞ্জলি নিবেদন করবে। পুষ্পাস্তবক অর্পণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজন করা হবে আলোচনা সভার। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী। তিনি জানান, বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া ক্ষেত্রে বিভন্ন অবদান তুলে ধরে আলোচনা করা হবে। শেখ কামালের কর্ম নিয়ে জেলা তথ্য অফিস একটি ভিডিও ক্লিপ প্রদর্শন ও স্থানীয় যুব উন্নয়ন অধিদপ্তর বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছে। এ ছাড়াও মসজিদ, মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ আধুনিক ক্রীড়াঙ্গনের পথিকৃৎ, আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৫তম জন্মবার্ষিকীতে প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হয়েছে কালেক্টরেট মাঠে। সেখানে জেলা ক্রীড়া সংস্থা একাদশ বনাম পাঁচবিবি উপজেলা একাদশ অংশ গ্রহণ করবে ।