শিরোনাম
ঢাকা, ৪ আগস্ট, ২০২৪ (বাসস) : দুর্বৃত্তদের হামলায় সিরাজগঞ্জ ও কুমিল্লায় ১৪ পুলিশ সদস্য নিহত হয়েছেন।
এদের মধ্যে সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানায় দুর্বৃত্তদের হামলায় ১৩ পুলিশ এবং কুমিল্লা জেলার ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার এক সদস্য নিহত হয়েছেন।
পুলিশ সদর দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে ৩০০ জনের বেশি পুলিশ সদস্য আহত হয়েছেন।
দেশের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি থানা ও সরকারি প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুরের ঘটনাও ঘটেছে।