বাসস
  ০৭ আগস্ট ২০২৪, ১৬:৫৯
আপডেট : ০৭ আগস্ট ২০২৪, ১৯:০৬

আগামী ১১ আগস্ট থেকে অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত

ঢাকা, ৭ আগস্ট, ২০২৪ (বাসস) : আগামী ১১ আগস্ট থেকে অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষা অনিবার্য কারণে অনির্দিষ্টকালের জন্য স্থগিত  করা হয়েছে।
আজ  দুপুর ১টায়  মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদফতরের  উপসচিব সাইয়েদ এ জেড মোরশেদ আলী স্বাক্ষরিত  বিজ্ঞপ্তিতে  এ কথা বলা হয়েছে।  
স্থগিত পরীক্ষাসমূহের নতুন সময়সূচি পরবর্তীতে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে ১৮ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়। এরপর আরো তিন দফায় পরীক্ষা স্থগিত করা হয়েছিল।