বাসস
  ০৮ আগস্ট ২০২৪, ১৫:৩৮
আপডেট : ০৮ আগস্ট ২০২৪, ১৭:৪৮

ড. ইউনূস দেশে ফিরেছেন

ঢাকা, ৮ আগস্ট, ২০২৪ (বাসস): নোবেল বিজয়ী বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ দুপুর ২টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। তিনি আজ রাত ৮টার দিকে প্রস্তাবিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিতে দেশে ফিরেছেন।
সেনা প্রধান জেনারেল ওয়াকার-উজ জামান এবং ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তারা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান।
পরে সেনা প্রধান তাঁকে দেশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেন।
তিনি শিগগিরই শিক্ষাবিদসহ সুশীল সমাজের কিছু সংখ্যক ব্যক্তিদের সমাবেশে ভাষণ দেবেন বলে আশা করা হচ্ছে।