বাসস
  ১৫ আগস্ট ২০২৪, ২১:২৬

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমকে ইআরএফ’র অভিনন্দন

ঢাকা, ১৫ আগস্ট, ২০২৪ (বাসস): অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব নিয়োগ পাওয়ায় শফিকুল আলমকে অভিনন্দন জানিয়েছে অর্থনৈতিক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ)। আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে সংগঠনটি অভিনন্দন জানায়।
গত ১৩ আগস্ট সরকার আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি’র ব্যুরো প্রধান শফিকুল আলমকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব হিসেবে নিয়োগ প্রদান করে। তিনি ইআরএফ এর সিনিয়র সদস্য এবং সংগঠনটির সহসভাপতির দায়িত্ব পালন করেছেন।
সাংবাদিক শফিকুল আলম দুই দশক ধরে বার্তা সংস্থা এএফপিতে কাজ করেছেন। ইআরএফ এর পক্ষ থেকে তাঁর সর্বাঙ্গীণ সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করা হয়।