বাসস
  ২৬ নভেম্বর ২০২৪, ১২:৪০
আপডেট : ২৬ নভেম্বর ২০২৪, ১৯:৩৬

কুমিল্লায় ট্রেনের ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে ৭

কুমিল্লা (উত্তর), ২৬ নভেম্বর ২০২৪ (বাসস): জেলার বুড়িচং উপজেলায় আজ সকালে চট্টগ্রাম থেকে ঢাকাগামী সুবর্ন এক্সপ্রেস ট্রেন রেলক্রসিং অতিক্রমের সময় অটোরিকশার সাথে সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। 

আজ মঙ্গলবার সকাল ১০টায় ‘সুবর্ন এক্সপ্রেস’ ট্রেনটি কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমুল ইউনিয়নের কালিকাপুর রেলক্রসিং অতিক্রমকালে এ দুর্ঘটনা ঘটে। 

সাতজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক।

নিহতরা হলেন- কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার বাকশিমুল পূর্বপাড়ার মনির হোসেনের স্ত্রী শাহিনুর আক্তার (৩৩), একই উপজেলার বাকশিমুল পূর্বপাড়ার মনসুর আলীর ছেলে আলী আহাম্মদ (৭৭), খেদাইধুলি এলাকার আসমত আলীর ছেলে রফিজ আলি (৬৫), ফজলু মিয়ার স্ত্রী  হোসনে আরা বেগম (৬০), বাকশিমুল মির্জাপুকুর পাড়  এলাকার আলী আশরাফ এর স্ত্রী সফর জান বেগম (৬৫), বাকশিমুল উত্তরপাড়ার মৃত আ. মালেক মিয়ার স্ত্রী লুৎফা বেগম (৬০) এবং একই এলাকার  তৈয়ব আলীর ছেলে শাহজাহান (৪০)।

রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোস্তফা কামাল জানান, চট্টগ্রাম থেকে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস মঙ্গলবার সকাল ১০ টার দিকে বুড়িচং উপজেলার কালিকাপুর এলাকা পার হচ্ছিল। ওইসময় একটি অবৈধ রেলক্রসিং দিয়ে পার হওয়ার সময় যাত্রীবাহী অটোরিকশার সাথে ট্রেনটির সংঘর্ষ হয়। এতে ট্রেনের ধাক্কায় অটোরিকশার চারযাত্রী ঘটনাস্থলেই নিহত হন। হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে আরও তিনজনের মৃত্যু হয়। 

তিনি জানান, এ ঘটনায় সহকারী প্রকৌশলী নাজমুল হাসানকে প্রধান করে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ের পূর্বাঞ্চল।

এ বিষয়ে কুমিল্লায় রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী (পথ) লিয়াকত আলী মজুমদার জানান, রেলওয়ের লাকসাম থেকে আখাউড়া পর্যন্ত ৭১ টি রেলক্রসিং রয়েছে। এগুলোর মধ্যে ৩৩টি বৈধ ও ৩৮টি অবৈধ। 

তিনি বলেন, এ বিষয়ে সড়ক ও জনপথ অধিদপ্তর, এলজিইডি-সহ বিভিন্ন দপ্তরের সাথে আলোচনা হয়েছে। অবৈধ ক্রসিংগুলো অনুমোদনের জন্য মন্ত্রনালয়ে পাঠানো হয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে এগুলো অনুমোদন দেওয়া হবে।