বাসস
  ২৮ নভেম্বর ২০২৪, ১৬:৪২
আপডেট : ২৮ নভেম্বর ২০২৪, ১৯:০২

বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া ইপিএ নেগোসিয়েশন লঞ্চিং অনুষ্ঠান

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৪ (বাসস) : দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) সম্পাদনের নেগোসিয়েশন শুরুর লক্ষ্যে বাংলাদেশ-কোরিয়া ইপিএ নেগোসিয়েশন লঞ্চিং সেরেমনি অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনুষ্ঠানে বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন এবং দক্ষিণ কোরিয়ার বাণিজ্য মন্ত্রী ইনকিও চিওং আনুষ্ঠানিক এ নেগোসিয়েশন শুরুর ঘোষণা দেন।

এছাড়া, ইপিএ সম্পাদনের প্রাথমিক পদক্ষেপ হিসেবে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ উন্নয়ন কাঠামো সংক্রান্ত সমঝোতা চুক্তি (এমওইউ) স্বাক্ষর করা হয়েছে।

বাণিজ্য সচিব মোহাং সেলিম উদ্দিন ও দক্ষিণ কোরিয়ার বাণিজ্য উপমন্ত্রী জংওয়ান পার্ক নিজ-নিজ দেশের পক্ষে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন।