বাসস
  ০২ ডিসেম্বর ২০২৪, ১৫:০০
আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪, ১৯:০৪

৪ ডিসেম্বর আমু-কামরুলকে ট্রাইব্যুনালে হাজির করতে নির্দেশ আদালতের

ঢাকা, ২ ডিসেম্বর, ২০২৪ (বাসস) : সাবেক মন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম এবং ১৪ দলের সমন্বয়ক ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমুকে আগামী ৪ ডিসেম্বর (বুধবার) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার জন্য নির্দেশ দিয়েছেন আদালত।

আজ ট্রাইব্যুনালের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়।

বিগত জুলাই আগস্ট মাসে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গণহত্যাসহ বিভিন্ন মানবতা বিরোধী অপরাধে করা মামলায় তাদের গ্রেফতার দেখানোর আবেদন করা হয়েছে বলে জানিয়েছে ট্রাইব্যুনাল।

আজ শুনানি শেষে প্রসিকিউটর জি এম এইচ তামিম ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের জানান, "গত জুলাই মাসে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে বিগত সরকারের সাথে ১৪ দলের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কারফিউ এবং কাউকে দেখামাত্র গুলির নির্দেশের সিদ্ধান্ত নেওয়া হয় যেখানে এ সিদ্ধান্তের পেছনে মূল হোতা ছিলেন আমু।"

তিনি বলেন, "এছাড়া, বিগত সরকারের এমপি এডভোকেট কামরুল ইসলাম তার নিজস্ব সংসদীয় আসন থেকে তার ক্যাডার বাহিনীকে নির্দেশ প্রদানের মাধ্যমে আন্দোলনরত ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি বর্ষণ করান এবং এতে আহত ও নিহত হয় অনেক মানুষ। এসব অভিযোগে তাদের ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন আদালত।"

এর আগে নভেম্বরের ৬ তারিখ ধানমন্ডি এলাকা থেকে গ্রেফতার হন আমু এবং ১৮ তারিখ উত্তরা থেকে গ্রেফতার করা হয় কামরুলকে।

বিভিন্ন থানায় দায়েরকৃত হত্যা মামলায় গ্রেফতার অবস্থায় কারাগারে আছেন আমু ও কামরুল।