শিরোনাম
ঢাকা, ৯ ডিসেম্বর, ২০২৪ (বাসস) : সমাজ সংস্কারের ক্ষেত্রে বেগম রোকেয়া নামে পরিচিত রোকেয়া সাখাওয়াত হোসেনের অবদানের কথা স্মরণ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ বলেছেন, রোকেয়ার কাজ ও চিন্তাভাবনা তাকে বিস্মিত করেছে।
আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া পদক-২০২৪ বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি বেগম রোকেয়ার সাহসিকতার প্রশংসা করে বলেন, রোকেয়া অত্যন্ত কঠিন সময়ে বড় হয়েছিলেন যখন মেয়েরা তাদের পড়াশোনা চালিয়ে যাওয়ার পর্যাপ্ত সুযোগ পায়নি।
প্রধান উপদেষ্টা বলেন, কঠিন সময়ে রোকেয়া একজন সাহসী মেয়ে এবং মহিলা হিসাবে আবির্ভূত হয়েছিল। তার কল্পনা শক্তি তাকে অবাক করে।
অধ্যাপক ইউনূস বলেন, প্রত্যেকেরই কাল্পনিক ক্ষমতা আছে কিন্তু বিশিষ্ট বাঙালি নারীবাদী চিন্তাবিদ, লেখক, শিক্ষাবিদ ও রাজনৈতিক কর্মী বেগম রোকেয়ার মতো সবাই তা প্রয়োগ করতে সক্ষম নয়। স্বপ্ন ছাড়া বাস্তবায়ন অসম্ভব উলে¬খ করে তিনি ‘সুলতানার স্বপ্ন পুরস্কার’ প্রবর্তনের প্রস্তাব করেন।
সমাজ, নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নে অসামান্য অবদানের জন্য মোট চার নারীকে ‘বেগম রোকেয়া পদক-২০২৪’ প্রদান করা হয়েছে।
সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির উপাচার্য ড. পারভিন হাসান, নারী অধিকার সংগঠন নারী পক্ষের প্রতিষ্ঠাতা শিরিন পারভিন হক, শ্রম ও নারী অধিকারকর্মী তাসলিমা আক্তার লিমা এবং বাংলাদেশের প্রথম নারী আন্তর্জাতিক দাবা মাস্টার রানী হামিদ এ বছর এই পুরস্কারে ভূষিত হয়েছেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুরশিদ, শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ প্রমুখ।