গণতান্ত্রিক বাংলাদেশের জন্য সুশীল সমাজের ক্ষমতায়নের ওপর জোর ইইউ’র

বাসস
প্রকাশ: ২২ জুন ২০২৫, ১৮:২৫ আপডেট: : ২২ জুন ২০২৫, ২১:৩১

ঢাকা, ২২ জুন, ২০২৫ (বাসস) : বাংলাদেশে আরও গণতান্ত্রিক ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে সুশীল সমাজের ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

আজ এখানে এক বিবৃতিতে ইইউ জানায়, আগামী নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ নির্বাচন কমিশন ও সুশীল সমাজের সঙ্গে কাজ করছে।

বিবৃতিতে বলা হয়, ইউরোপিয়ান পার্টনারশিপ ফর ডেমোক্রেসি (ইপিডি)-এর সহায়তায় ইইউ’র অংশীদার সংস্থা এএনএফআরইএল(এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন) ১৮ থেকে ২০ জুন ঢাকায় তিন দিনব্যাপী নাগরিক নির্বাচন পর্যবেক্ষণ কর্মশালার আয়োজন করে।

ইইউ জানায়, কর্মশালায় অংশগ্রহণকারীরা স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধিতে সক্রিয় ও নিরপেক্ষ নাগরিক নির্বাচন পর্যবেক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর জোর দেন।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ নির্বাচন কমিশন পর্যবেক্ষকদের জন্য স্পষ্ট নির্দেশিকা প্রণয়নে সহযোগিতা এবং তাদের কেন্দ্রীয় ভূমিকার বিষয়টি আমলে নিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকায় অতিরিক্ত শব্দসৃষ্টিকারী যানবাহনে জরিমানা আদায়
আলজেরিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত নেতৃবৃন্দ
উত্তরায় ‘জুলাই যোদ্ধা‘র মৃতদেহ উদ্ধার
জাতীয় ঐকমত্য কমিশনের কাজ সফলভাবে শেষ হওয়ায় প্রধান উপদেষ্টার অভিনন্দন
ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপির ১৭০৯ মামলা
১৫০০ রানার নিয়ে কক্সবাজার ম্যারাথন প্রতিযোগিতা সম্পন্ন
গ্রিসে বন্দুকধারীর গুলিতে নিহত ২
প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ, নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা
তুরস্ক থেকে ৫ লক্ষাধিক সিরীয় দেশে ফিরেছে : আঙ্কারা
নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বৃদ্ধিতে খুলনায় প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
১০