ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার ঘটনায় বাংলাদেশের উদ্বেগ

বাসস
প্রকাশ: ২২ জুন ২০২৫, ২১:১৭

ঢাকা, ২২ জুন ২০২৫ (বাসস): ইসলামি প্রজাতন্ত্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে সাম্প্রতিক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ।

পররাষ্ট্র মন্ত্রণালয় আজ এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে বলেছে, এ ধরনের ঘটনা মধ্যপ্রাচ্যের নাজুক পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলছে এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি বাড়াচ্ছে।

বাংলাদেশ জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে পরিস্থিতি শান্ত রাখতে উদ্যোগ গ্রহণ এবং মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানায়।

বিবৃতিতে বলা হয়, সংলাপ ও কূটনীতির মাধ্যমে সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের পক্ষে বাংলাদেশ তার দীর্ঘদিনের অবস্থান পুনর্ব্যক্ত করছে।

ঢাকা সংঘাতে জড়িত সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং অঞ্চলটিতে উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে এমন কোনো পদক্ষেপ না নেওয়ার আহ্বান জানায়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে- গঠনমূলক সম্পৃক্ততা, পারস্পরিক সম্মান ও আন্তর্জাতিক নিয়মনীতি মেনে চলাই দীর্ঘস্থায়ী শান্তির একমাত্র পথ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঝিনাইদহে বজ্রপাত প্রতিরোধে তাল গাছের চারা রোপণ করল পুলিশ
সেপ্টেম্বর ছিল ইতিহাসের তৃতীয় উঞ্চতম মাস
জামায়াত আমিরের সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
স্বৈরাচারবিরোধী আন্দোলনে জেহাদ অবিস্মরণীয় নাম: তারেক রহমান
টাঙ্গাইলে ১০ লাখ ১৬ হাজার ১১২ জন শিশু টাইফয়েড টিকাদানের আওতায় 
ড. তোফায়েল আহমেদের ইন্তেকালে জামায়াতের শোক
লক্ষ্মীপুরে গ্রাম আদালতের সুফল পাচ্ছেন নাগরিকরা, সহজে সেবা পাওয়ায় খুশি 
সারাদেশে ১০ হাজার মিডওয়াইফ নিয়োগের প্রক্রিয়া চলছে: মহাপরিচালক
কি থাকছে গাজা যুদ্ধবিরতি চুক্তিতে
নওগাঁয় বিশ্ব ডাক দিবস পালিত
১০