ইইউ বাংলাদেশে ১ বিলিয়ন ইউরো বিনিয়োগ করবে 

বাসস
প্রকাশ: ২৩ জুন ২০২৫, ২০:৪৯
ছবি: ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের ফেসবুক পেইজ

ঢাকা, ২৩ জুন, ২০২৫ (বাসস): ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাংলাদেশে পানি, জ্বালানি, পরিবহন ও স্বাস্থ্যখাতসহ গুরুত্বপূর্ণ খাতে এক বিলিয়ন ইউরো বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। 

বাংলাদেশে ইইউ প্রতিনিধিদল আরো জানিয়েছে, তারা এই অর্থায়ন দ্বিগুণ করারও পরিকল্পনা করছে। 

ইইউ প্রতিনিধিদল এবং ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের (ইআইবি) যৌথ উদ্যোগে গত সপ্তাহে ঢাকায় অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের স্টেকহোল্ডারদের কয়েকটি বৈঠকের পর এই ঘোষণা দেয়া হয়েছে। 

ইইউ আজ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে জানিয়েছে, “গত সপ্তাহে, বাংলাদেশে নিযুক্ত ইইউ প্রতিনিধিদল পানি, জ্বালানি, পরিবহন ও স্বাস্থ্য খাতে ১ বিলিয়ন ইউরোর চলমান বিনিয়োগ এবং ভবিষ্যতে অর্থায়ন দ্বিগুণ করার পরিকল্পনা নিয়ে স্টেকহোল্ডারদের সঙ্গে কয়েকটি বৈঠক আয়োজন করার পাশাপাশি ইউরোপীয় বিনিয়োগ ব্যাংককে স্বাগত জানিয়েছে। 

বাংলাদেশ নবায়নযোগ্য জ্বালানি সুবিধার অধীনে ওয়ার্কিং রিভিউ গ্রুপের প্রথম সভাটি একটি উল্লেখযোগ্য সাফল্য। এতে বিদ্যুৎ বিভাগ, টিম ইউরোপ, ইআইবি এবং জনসেবা প্রদানকারী সংস্থাগুলির প্রতিনিধিরা একত্রিত হয়েছিলেন।

এসব আলোচনায় টিম ইউরোপের সহযোগিতা কাঠামোর অধীনে চলমান প্রকল্পগুলি পর্যালোচনা এবং ভবিষ্যতের বিনিয়োগ কৌশল গঠনের উপর আলোকপাত করা হয়েছিল।

বৈঠকে ইআইবি থেকে ৩৫০ মিলিয়ন ইউরো ইইউ গ্যারান্টিযুক্ত ঋণ এবং ইইউ থেকে ৪৫ মিলিয়ন ইউরোর সম্পূরক অনুদানের আওতায় অর্থায়নের জন্য নির্দিষ্ট নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পগুলি চিহ্নিত করার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

এই তহবিলগুলি সারা দেশে সৌর এবং বায়ু শক্তি উদ্যোগে বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে তৈরি করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পটুয়াখালীতে বিএনপির পথসভা: ধানের শীষের পক্ষে ঐক্যের ডাক সাবেক এমপির
খুলনায় বিএনপি'র প্রচার মিছিল ও লিফলেট বিতরণ
সংস্কারের পক্ষে যারা থাকবে তারাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে : হাসনাত আবদুল্লাহ
ভোট নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে : শামা ওবায়েদ
গাজা শান্তি পরিকল্পনা নিয়ে মুসলিম দেশগুলোর বৈঠক আয়োজন করবে তুরস্ক
সংবিধানবিরোধী ষড়যন্ত্র বানচাল গিনি-বিসাউ সেনাবাহিনীর, একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেফতার
দ্রুত এক হাজার রানের রেকর্ড তানজিদ
চাঁদে অবতরণ ‘ঘটেনি’, কার্দাশিয়ানের দাবি প্রত্যাখ্যান নাসা’র
ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে : নির্বাচন কমিশনার
ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
১০