এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু

বাসস
প্রকাশ: ২৬ জুন ২০২৫, ১০:১৪
ফাইল ছবি

ঢাকা, ২৬ জুন, ২০২৫ (বাসস) : সারাদেশে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। দেশের বিভিন্ন শিক্ষা বোর্ডের অধীনে ১২ লাখ ৫১ হাজার ১১১ জন পরীক্ষার্থী এ আজ সকাল ১০টায় শুরু হওয়া পরীক্ষায় অংশ নিয়েছে। এর মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন ছাত্রী।

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার আজ সকাল ১০ টা ৪০ মিনিটে রাজধানীর ভাসানটেক সরকারি কলেজ কেন্দ্র পরিদর্শন করবেন। এরপর তিনি সরকারি বাংলা কলেজ কেন্দ্রও পরিদর্শন করবেন বলে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

বাংলা প্রথম পত্রের মাধ্যমে শুরু হবে লিখিত পরীক্ষা, যা চলবে ১০ আগস্ট পর্যন্ত।

১১টি শিক্ষা বোর্ডের মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডের আওতায় পরীক্ষায় অংশ নেবে ১০ লাখ ৫৫ হাজার ৩৯৮ জন। অন্যদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের (আলিম) পরীক্ষার্থীর সংখ্যা ৮৬ হাজার ১০২ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে রয়েছে ১ লাখ ৯ হাজার ৬১১ জন।

দেশে মোট পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ২ হাজার ৭৯৭টি।

এছাড়া, বিদেশে ৮টি কেন্দ্রে ২৯৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। এ বছর মোট ৯ হাজার ৩১৪টি শিক্ষাপ্রতিষ্ঠান এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করছে।

পরীক্ষার প্রশ্নফাঁস ঠেকাতে দেশের সব কোচিং সেন্টার ১৫ আগস্ট পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে বলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নোয়াখালীর কবিরহাট উপজেলা আওয়ামী লীগে সভাপতি ইব্রাহিম চট্টগ্রামে গ্রেফতার
১৫ সেপ্টেম্বর পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২১.৮ শতাংশ
দুর্গাপূজা উপলক্ষে আরএমপি কমিশনারের মতবিনিময় 
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে গুড গভর্নেন্স দরকার : পার্বত্য উপদেষ্টা
কুড়িগ্রামে নদ-নদীর পানি বাড়ছে, উদ্বিগ্ন চরাঞ্চলের মানুষ
আন্তর্জাতিক দামের সঙ্গে তুলনা করে সরকার এলএনজি আমদানি করছে : অর্থ উপদেষ্টা
চসিকের অভিযানে ৫০টির অধিক অবৈধ দোকান উচ্ছেদ
প্রথমবারের মত দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি ইংল্যান্ড-আয়ারল্যান্ড
বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন ফাঁসের নামে প্রতারণার অভিযোগে গ্রেফতার ১
কুমিল্লায় এবার ৮১৮টি মণ্ডপে দুর্গাপূজা  
১০