টেকসই ভবিষ্যতের জন্য তরুণদের ক্ষমতায়নে গুরুত্বারোপ নেপালি রাষ্ট্রদূতের

বাসস
প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ১২:০৮
ছবি : সংগৃহীত

ঢাকা, ৩১ জুলাই, ২০২৫ (বাসস): একটি নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই ভবিষ্যৎ গঠনে তরুণদের সম্ভাবনাকে কাজে লাগানোর ওপর গুরুত্ব দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার রাজধানীতে বাংলাদেশ ইন্সটিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) ও ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)’র গ্লোবাল স্টাডিজ অ্যান্ড গভর্নেন্স বিভাগ যৌথভাবে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রদূত বলেন, জাতীয় পর্যায়ে পরিবর্তন আনার পাশাপাশি বাংলাদেশ-নেপাল দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে তরুণরাই মূল চালিকাশক্তি।

এই দুই দেশের তরুণ জনগোষ্ঠীকে তিনি কৌশলগত সম্পদ হিসেবে উল্লেখ করেন। একইসঙ্গে নীতিনির্ধারক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে তিনি আহ্বান জানান যাতে তরুণদেরকে দেশ ‘পরিবর্তনের হাতিয়ার’ হিসেবে গড়ে তোলা হয়।

তিনি বলেন, নীতি প্রণয়ন, ডিজিটাল উদ্ভাবন, জলবায়ু কার্যক্রম ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠার মতো ক্ষেত্রগুলোতে তরুণদের অংশগ্রহণ দিন দিন বাড়ছে।

রাষ্ট্রদূত ভান্ডারী বলেন, বাংলাদেশ ও নেপাল স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে যেতে প্রস্তুতি নিচ্ছে, তাই এখন নতুন উদ্যোক্তা তৈরি ও স্থানীয় পর্যায়ে নতুন নতুন ভাবনা ও উদ্ভাবনকে উৎসাহ দেওয়া খুব দরকার।

রাষ্ট্রদূত বলেন, স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের পর দেশকে এগিয়ে নিতে ও উন্নয়ন ধরে রাখতে হলে তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা উদ্যোগগুলোকে সহায়তা দেওয়া খুবই জরুরি।

সেমিনারে বিআইআইএসএস ও আইইউবির কর্মকর্তারা, শিক্ষার্থী ও শিক্ষকরা অংশ নেন। তাঁরা আঞ্চলিক সহযোগিতা ও টেকসই উন্নয়নে তরুণদের ভূমিকা নিয়ে মতবিনিময় করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডাকসু নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ঢাবি উপাচার্যের ধন্যবাদ ও কৃতজ্ঞতা
বাণিজ্য চুক্তি চূড়ান্তকরণ ও শুল্ক কমানো নিয়ে আলোচনা করতে আগামী সপ্তাহে ঢাকায় আসছে মার্কিন বাণিজ্য প্রতিনিধিদল
কক্সবাজারে পুলিশের টহল টিমে হামলার ঘটনায় ২ জন গ্রেফতার, অস্ত্র উদ্ধার
চলতি মাসেই নির্বাচনে অংশীজনের সঙ্গে সংলাপে বসবে ইসি
সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ বাড়লো আরও ৬০ দিন
সিলেটে শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
হংকংয়ের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
স্বাস্থ্য কৌশল আরও জোরদার করার আহ্বান এডিবি’র
শেখ হাসিনার বিচার আন্তর্জাতিকভাবে নিশ্চিত করতে হবে: কাঠমান্ডু কনফারেন্সে নাজমুল হাসান
প্লট জালিয়াতির অভিযোগে বিচারপতি মানিকের বিরুদ্ধে দুদকের মামলা
১০