টেকসই ভবিষ্যতের জন্য তরুণদের ক্ষমতায়নে গুরুত্বারোপ নেপালি রাষ্ট্রদূতের

বাসস
প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ১২:০৮
ছবি : সংগৃহীত

ঢাকা, ৩১ জুলাই, ২০২৫ (বাসস): একটি নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই ভবিষ্যৎ গঠনে তরুণদের সম্ভাবনাকে কাজে লাগানোর ওপর গুরুত্ব দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার রাজধানীতে বাংলাদেশ ইন্সটিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) ও ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)’র গ্লোবাল স্টাডিজ অ্যান্ড গভর্নেন্স বিভাগ যৌথভাবে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রদূত বলেন, জাতীয় পর্যায়ে পরিবর্তন আনার পাশাপাশি বাংলাদেশ-নেপাল দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে তরুণরাই মূল চালিকাশক্তি।

এই দুই দেশের তরুণ জনগোষ্ঠীকে তিনি কৌশলগত সম্পদ হিসেবে উল্লেখ করেন। একইসঙ্গে নীতিনির্ধারক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে তিনি আহ্বান জানান যাতে তরুণদেরকে দেশ ‘পরিবর্তনের হাতিয়ার’ হিসেবে গড়ে তোলা হয়।

তিনি বলেন, নীতি প্রণয়ন, ডিজিটাল উদ্ভাবন, জলবায়ু কার্যক্রম ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠার মতো ক্ষেত্রগুলোতে তরুণদের অংশগ্রহণ দিন দিন বাড়ছে।

রাষ্ট্রদূত ভান্ডারী বলেন, বাংলাদেশ ও নেপাল স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে যেতে প্রস্তুতি নিচ্ছে, তাই এখন নতুন উদ্যোক্তা তৈরি ও স্থানীয় পর্যায়ে নতুন নতুন ভাবনা ও উদ্ভাবনকে উৎসাহ দেওয়া খুব দরকার।

রাষ্ট্রদূত বলেন, স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের পর দেশকে এগিয়ে নিতে ও উন্নয়ন ধরে রাখতে হলে তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা উদ্যোগগুলোকে সহায়তা দেওয়া খুবই জরুরি।

সেমিনারে বিআইআইএসএস ও আইইউবির কর্মকর্তারা, শিক্ষার্থী ও শিক্ষকরা অংশ নেন। তাঁরা আঞ্চলিক সহযোগিতা ও টেকসই উন্নয়নে তরুণদের ভূমিকা নিয়ে মতবিনিময় করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আফগানিস্তানকে ৪ উইকেটে পরাজিত করে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ
ভাষাসৈনিক আহমদ রফিকের পরলোকগমন
বিশেষ অভিযানে রাজধানীতে বিভিন্ন অপরাধে জড়িত ২৯ জন গ্রেফতার
বাংলাদেশকে ১৫২ রানের লক্ষ্য দিল আফগানিস্তান
পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু করলো বাংলাদেশ
ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম
ফ্রান্স দলে ডাক পেলেন মাতেতা
টি২০ বিশ্বকাপের টিকিট পেল নামিবিয়া
সংস্কার, গণহত্যার বিচার ও সুষ্ঠু নির্বাচনে তরুণ নেতৃত্ব অপরিহার্য : রাশেদ খাঁন
গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা
১০