পঞ্চগড় সীমান্তে ১৭ জনকে পুশইন করেছে বিএসএফ

বাসস
প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ১৫:৪৩
ছবি : বাসস

পঞ্চগড়, ৩১ জুলাই, ২০২৫ (বাসস) : জেলার সদর ও তেঁতুলিয়া উপজেলার দুটি সীমান্ত দিয়ে ১৭ জনকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।  

তাদের আটক করে আজ বৃহস্পতিবার দুপুরে ১০ জনকে পঞ্চগড় থানায় ও ৭ জনকে তেঁতুলিয়া থানায় হস্তান্তর করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এর আগে ভোরে সদরের হাড়িভাসা ইউনিয়নের বাঙ্গালপাড়া এবং তেতুঁলিয়ার ভজনপুর সীমান্ত দিয়ে তাদের পুশইন করা হয়। এর মধ্যে ৮ জন পুরুষ ও ৯ জন নারী। 

বিজিবি সূত্রে জানা যায়, হাড়িভাসা ইউনিয়নের বাঙ্গালপাড়া সীমান্তের মেইন পিলার ৭৫৫-এর ২ নম্বর সাব-পিলার এবং ভজনপুর সীমান্তের পিলার ৭৩৯/২০-আর এলাকা দিয়ে এসব ব্যক্তিকে বাংলাদেশে পুশইন করা হয়।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের ঘাগড়া বিওপি টহল দল বাঙ্গালপাড়া সীমান্ত দিয়ে আসা ১০ জনকে আটক করে পঞ্চগড় সদর থানায় হস্তান্তর করে। তেঁতুলিয়ার ভজনপুর সীমান্ত দিয়ে পুশইন হওয়া ৭ জনকে বিজিবি আটক করে তেঁতুলিয়া থানায় হস্তান্তর করে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান জানান, পুশইন হওয়া ব্যক্তিদের তথ্য যাচাই-বাছাই চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম হাসপাতালে
ডাকসু প্রার্থী তালিকা প্রকাশ: বৈধ প্রার্থী ৪৬২ জন
যৌথ বাহিনী এক সপ্তাহের অভিযানে সারাদেশে আটক ৫৬
রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযানে ৬৫ জন গ্রেফতার
চট্টগ্রামে ট্রাকের নিচে চাপা পড়ে বৃদ্ধের মৃত্যু
সেতু কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের ফ্ল্যাট বরাদ্দ বাতিল: ফাওজুল কবির খান
এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি রোধে বিমান পরিবহন মন্ত্রণালয়ের চার নির্দেশনা    
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দপ্তর-সংস্থার গতিশীলতা দরকার : বিজ্ঞান ও প্রযুক্তি সচিব
সিলেটে অবৈধ বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩ জনের কারাদণ্ড
জিলানীর শরীরে থেকে যাওয়া পিলেট অপসারণ করলেন রফিকুল ইসলাম
১০