ঢাকা, ২৭ আগস্ট, ২০২৫ (বাসস) : শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, শ্রমিক ও মালিক পক্ষের পরামর্শের ভিত্তিতে শ্রম আইন যুগোপযোগী করা হবে।
তিনি বলেন, এটি বাংলাদেশের শ্রম খাতের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ এবং আন্তর্জাতিক মানের সঙ্গেও সঙ্গতিপূর্ণ হবে।
মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত শ্রম আইন, ২০০৬ সংশোধনের লক্ষ্যে ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (টিসিসি) ৮৯তম সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।
সভায় গত এক বছরের কার্যক্রম পর্যালোচনা ও সকল পক্ষের মতামতের ভিত্তিতে শ্রম আইন, ২০০৬ সংশোধনের সিদ্ধান্ত গৃহীত হয়।
এ সময় শ্রমিক ও মালিক পক্ষের প্রতিনিধিরা তাদের মতামত তুলে ধরেন। তারা একটি সমন্বিত ও আন্তর্জাতিক মানের শ্রম আইন প্রণয়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় সংশোধিত শ্রম আইন দ্রুত সম্পন্ন করারও তাগিদ দেয়া হয়।
সভায় বিশেষ পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মার্কিন দূতাবাস, কানাডা হাইকমিশন, ইউরোপীয় ইউনিয়ন ও আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) প্রতিনিধিবৃন্দ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী।
এছাড়া সভায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, বাংলাদেশ ইন্সটিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) নির্বাহী পরিচালক এবং শ্রম সংস্কার কমিশনের প্রধান, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের (বিইএফ) সভাপতি, টিসিসি সদস্যবৃন্দ, বিভিন্ন মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং শ্রম অধিদপ্তরের কর্মকর্তবৃন্দ উপস্থিত ছিলেন।