সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করলে কাউকে ছাড় দেয়া হবে না : রেলপথ উপদেষ্টা

বাসস
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ১৮:১৩
রেল উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বুধবার রেলভবনে জোয়ার সাহারা মৌজার দু’টি মসজিদ ও একটি মন্দিরের জন্য জমি বরাদ্দপত্র হস্তান্তর অনুষ্ঠানে বক্তৃতা করেন। ছবি : পিআইডি

ঢাকা, ২৭ আগস্ট, ২০২৫ (বাসস) : রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করলে কাউকে ছাড় দেয়া হবে না। তিনি বলেন- ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মেই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার কথা বলা হয়েছে। এদেশে কেউ এ সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আজ বুধবার রেলভবনে জোয়ার সাহারা মৌজার দু’টি মসজিদ ও একটি মন্দিরের জন্য জমি বরাদ্দপত্র হস্তান্তর অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

অন্ষ্ঠুানে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ে নিযুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি ড. শেখ মইনউদ্দিন, প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব এড. গোবিন্দ চন্দ্র প্রামাণিক, মসজিদ ও মন্দির সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

বাংলাদেশ রেলওয়ের জমি মসজিদ ও মন্দিরকে বরাদ্দ দেওয়াকে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির হিসেবে উল্লেখ করে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, ধর্মীয় প্রতিষ্ঠান কিংবা উপাসনালয়গুলোকে যারা অপবিত্র করতে চায় তাদের ধর্মীয় কোন পরিচয় নেই, তারা দুষ্কৃতকারী। তিনি হিন্দু সম্প্রদায়ের বেহাত হয়ে যাওয়া দেবোত্তর সম্পত্তি যেগুলো নিয়ে আদালতে কোন মামলা-মোকদ্দমা নেই এরূপ সম্পত্তি উদ্ধারে সহযোগিতার আশ্বাস দেন।

এসময় প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বাংলাদেশ রেলওয়ের এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। 

বরাদ্দপ্রাপ্ত মসজিদ ও মন্দিরের মধ্যে ঢাকা ক্যান্টনমেন্ট থানাধীন জোয়ার সাহারা মৌজায় খিলক্ষেত রেলওয়ে জামে মসজিদের জন্য ৮ হাজার ৭৬০ বর্গফুট, একই মৌজায় আন-নূর-জামে মসজিদের জন্য ২ হাজার ৪০৫ বর্গফুট এবং খিলক্ষেত থানাধীন একই মৌজায় খিলক্ষেত সার্বজনীন শ্রী শ্রী দূর্গা মন্দিরের জন্য ২ হাজার ৪৫০ বর্গফুট জমি বরাদ্দ প্রদান করা হয়। বাংলাদেশ রেলওয়ের নির্ধারিত প্রতীকী মূল্যের বিনিময়ে এসব জমি বরাদ্দ প্রদান করা হয়। 

বরাদ্দপত্র হস্তান্তর শেষে একটি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। ব্রিফিং শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ফ্যাসিস্ট হাসিনা গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংস করেছেন: রিজভী
আইভরি কোস্টে প্রেসিডেন্ট পদে লড়তে চান ৬০ জন
আফগানিস্তানে বাস দুর্ঘটনায় নিহত ২৫
পল্লী এলাকার অবকাঠামো উন্নয়নে বর্তমান সরকার বদ্ধপরিকর: পিরোজপুর জেলা প্রশাসক
জামালপুরে শহীদ ও আহত পরিবারকে চিকিৎসা সহায়তা ও অটো রিকশা দিলেন তারেক রহমান
কুমিল্লায় শিশুখাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে একলাখ টাকা জরিমানা
আইএমও নির্বাচনে সদস্য রাষ্ট্রগুলোর সমর্থন কামনা নৌপরিবহন উপদেষ্টার 
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে বিএমইউতে দোয়া মাহফিল 
আব্দুস সালাম ও শিমুল বিশ্বাসের আরোগ্য কামনায় দোয়া মাহফিল
চাঁদপুরে ১১৪ কেজি পলিথিন জব্দ, জরিমানা
১০