ঢাকা, ২৭ আগস্ট, ২০২৫ (বাসস): ফ্রান্স, স্পেনসহ আরো চার দেশে ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্যক্রম পরিচালনা করতে সরকারের সম্মতি পেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। অন্য দুটি দেশ হলো, বাহরাইন ও সিঙ্গাপুর।
আজ বুধবার এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর এ তথ্য জানান।
তিনি বলেন, ‘ফ্রান্স, স্পেন, বাহরাইন ও সিঙ্গাপুরে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধনে সম্মতি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।’
এর আগে যুক্তরাষ্ট্র, ওমান, মালদ্বীপ, জর্ডান ও দক্ষিণ আফ্রিকায় এ কার্যক্রমে সম্মতি পেয়েছে ইসি।
বর্তমানের ১০টি দেশের দূতাবাসের মাধ্যমে ভোটার কার্যক্রম পরিচালনা করছে সংস্থাটি। দেশগুলো হলো, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, কানাডা ও জাপান।