সাদাপাথর লুট ইস্যুতে গণশুনানি করেছে মন্ত্রিপরিষদ গঠিত কমিটি

বাসস
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ১৯:২৩
সিলেটের ভোলাগঞ্জে সাদাপাথর পর্যটন এলাকায় পাথর লুটের ঘটনায় মন্ত্রিপরিষদ গঠিত তদন্ত কমিটি আজ গণশুনানি করেছে। ছবি: বাসস

সিলেট, ২৭ আগস্ট, ২০২৫ (বাসস): সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে সাদাপাথর পর্যটন এলাকায় পাথর লুটের ঘটনায় মন্ত্রিপরিষদ গঠিত তদন্ত কমিটি আজ বুধবার গণশুনানি করেছে। 

সিলেট সার্কিট হাউসে সকাল থেকে দুপুর পর্যন্ত গণশুনানি শেষে কমিটির আহ্বায়ক ও মন্ত্রিপরিষদ সচিব (সমন্বয় ও সংস্কার) জাহেদা পারভীন জানান, গণশুনানিতে মূলত দু’টি বিষয় ছিল প্রধান। এর মধ্যে একটি, কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলা ছিল কি না; অন্যটি এরকম ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়।

এই দুই ইস্যুতে স্টেকহোল্ডারদের কাছ থেকে সুপারিশ ও মতামত গ্রহণ করেছে মন্ত্রিপরিষদ বিভাগের গঠিত তদন্ত কমিটি।

সার্বিকভাবে পর্যালোচনা শেষে তদন্ত প্রতিবেদন দাখিল করার কথা জানান তিনি।

এসময় সাংবাদিকদের কাছে তদন্তে প্রয়োজনীয় কোনো তথ্য থাকলে তা প্রদানের আহ্বান জানান তিনি।

বুধবার সকালে সিলেট সার্কিট হাউজে আয়োজিত গণশুনানি শুরু হয়। শুনানিতে অংশ নিয়ে নিজেদের বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার থেকে শুরু করে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারাও শুনানিতে অংশ নেন। এছাড়া পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি, ট্রাক পরিবহন মালিক সমিতি, পাথর ব্যবসায়ী সমিতি এবং সাংবাদিক নেতারাও শুনানিতে অংশ নিয়ে তদন্ত কমিটির কাছে বক্তব্য রাখেন।

মন্ত্রিপরিষদ গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি সিলেটে গতকাল মঙ্গলবার থেকে কাজ শুরু করেছে। প্রথমে তারা সরেজমিনে সাদাপাথর পরিদর্শন করেন। এর আগে গত ২০ আগস্ট মন্ত্রিপরিষদ বিভাগের তদন্ত কমিটি গঠিত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুর্গাপূজা উপলক্ষে খাগড়াছড়িতে সেনাবাহিনীর শুভেচ্ছা উপহার প্রদান
খুলনায় জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে প্রশিক্ষণার্থীদের মাঝে চেক বিতরণ
বাংলাদেশি যুবকদের দক্ষতা প্রশিক্ষণে সহায়তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করল কানাডা
সাবেক আইজিপি বেনজীরের ক্যাশিয়ার জসিমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
বরিশালে নবনির্মিত ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র হস্তান্তর করল জাপান
চীনা রাষ্ট্রদূতের সাথে ডাকসু নেতৃবৃন্দের সাক্ষাৎ
পূজামন্ডপের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য মাঠে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
প্রবাসীদের পোস্টাল ভোটিং প্রক্রিয়া প্রকাশ করেছে ইসি
বাংলাদেশকে সক্ষমতা বৃদ্ধি, নীতিগত ধারাবাহিকতা ও বৈশ্বিক সহযোগিতাকে অগ্রাধিকার দিতে হবে: সিপিএ চেয়ারম্যান
খুলনায় তৃণমূল নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ ভাতার চেক বিতরণ
১০