প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি'র বৈঠকের পরিবর্তিত সময় সন্ধ্যা সাড়ে ৭টা

বাসস
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ১৪:০৩

ঢাকা, ৩১ আগস্ট, ২০২৫ ( বাসস) : প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র বৈঠকের সময়ে পরিবর্তন হয়েছে। পরিবর্তিত সময়সূচি অনুযায়ী বৈঠকটি সন্ধ্যা সাড়ে সাতটায় অনুষ্ঠিত হবে।

আজ রোববার প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

বিএনপির সঙ্গে বৈঠকটি নির্ধারিত ছিলো বিকেল তিনটায়। ওই সময়ে রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিট্উিশন মিলনায়তনে দলীয় প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা থাকায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান উপদেষ্টার কার্যালয়ে সময়সূচি পরিবর্তনের জন্য অনুরোধ জানান।

এ প্রেক্ষিতে বিএনপির বৈঠকের সময়সূচি পুনঃনির্ধারণ করে সন্ধ্যা সাড়ে সাতটায় করা হয়েছে।

দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, প্রধান উপদেষ্টা আমাদের ডেকেছেন। বর্তমান উদ্ভূত পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি এবং নির্বাচন নিয়ে হয়তো আলাপ হতে পারে।

তিনি বলেন, 'তারা তিনটার সময় ডেকেছেন। ওই সময় আমাদের দলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আছে। এটা পূর্বনির্ধারিত। ফলে বিকেল তিনটায় নির্ধারিত বৈঠকটির সময় পুনঃনির্ধারণ করা হয়েছে। বিএনপির প্রতিনিধি দল যাবে সাড়ে সাতটায়।

এর আগে সাড়ে চারটায় জামায়াতে ইসলামী ও সন্ধ্যা ছটায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নওগাঁয় ১৩০ বছর বয়সী তফের আলির পাশে তারেক রহমান
বিএনপি, জামায়াত ও এনসিপি’র সাথে প্রধান উপদেষ্টার বৈঠক 
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের সংঘর্ষে  ৬০ জন আহত: সব পরীক্ষা স্থগিত
আগামীকাল কুয়েট দিবস, নানা কর্মসূচি গ্রহণ
বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড মুস্তাফিজুরের
বঙ্গোপসাগরে ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী
জনগণের অধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠাই বিএনপির মূল লক্ষ্য : তারেক রহমান
মালনীছড়া চা-বাগান হয়ে উঠছে গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র
গণতন্ত্রের বিকাশে যুক্তিবাদী প্রজন্ম গড়ে তোলা অত্যন্ত জরুরি : চসিক মেয়র 
চট্টগ্রামে বাস থেকে নামতে গিয়ে অটোরিকশার ধাক্কায় কলেজছাত্রীর মৃত্যু
১০