হাওরাঞ্চলে শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের সচেতন হতে হবে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

বাসস
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ১৩:৪৮ আপডেট: : ০২ নভেম্বর ২০২৫, ১৭:৪৮
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার রোববার সুনামগঞ্জ পিটিআই’তে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন। ছবি : বাসস

সুনামগঞ্জ, ২ নভেম্বর, ২০২৫ (বাসস) : হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-অভিভাবকসহ সকলকেই সচেতন হতে হবে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। 

প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষা সংশ্লিষ্ট অংশীজনের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আজ রোববার তিনি এ কথা বলেন।

সুনামগঞ্জ প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (পিটিআই)-এর হাসনরাজা মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ বিশেষ অতিথির বক্তৃতা দেন। এছাড়া, অতিরিক্ত সচিব তসলিমা আক্তার, প্রাথমিক শিক্ষা অধিদফতরের পরিচালক (পলিসি ও অপারেশন) এ কে এম মোহাম্মদ শামসুল হক ও সিলেট শিক্ষা বিভাগের উপ-পরিচালক মো. নুরুল ইসলামসহ আরও অনেকে এতে উপস্থিত ছিলেন।

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন, হাওরাঞ্চলে শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি শিশুদের স্বাস্থ্যে বিষয়ে সকলকে সচেতন হতে হবে। শারীরিক ও মানসিক বিকাশের জন্য শিশুরা যাতে খেলাধুলা করে সে দিকে খেয়াল রাখতে হবে।

তিনি বলেন, কবিতা, গান ও আবৃত্তির মতো কো-কারিকুলাম শিশুদের মানসিক বিকাশে সহায়ক হিসেবে কাজ করে।

শিশুদের মমত্ববোধ বিকাশে শিক্ষকদের জাগ্রত থাকতে হবে উল্লেখ করে উপদেষ্টা বলেন, শিক্ষার্থীদের আইডল হিসেবে শিক্ষকদের নিজেকে প্রস্তুত করতে হবে। শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব নিয়েই শিক্ষকদের পাঠদানে মনোনিবেশ করতে হবে।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল। এছাড়া, সভা পরিচালনায় ছিলেন সহকারী শিক্ষিকা সুমনা তালুকদার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ভারতের মহাকাশ সংস্থার সবচেয়ে ভারী যোগাযোগ উপগ্রহ উৎক্ষেপণ
মুন্সীগঞ্জে ককটেলসহ আটক ১
বাগেরহাটে শরণখোলা রেঞ্জে ৭ হরিণ শিকারি আটক  
ইউক্রেনে রাশিয়ার হামলায় ২ শিশুসহ নিহত ৬
যুগের সঙ্গে তাল মিলিয়ে ছাত্রদলকে নতুনভাবে সাজাতে হবে: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি
ইংল্যান্ডে ট্রেনে ছুরিকাঘাত : দুই ব্রিটিশ নাগরিক আটক
নতুন ও সম্ভাবনাময় স্টার্ট-আপদের আইডিয়া প্রকল্পের কো-ওয়ার্কিং স্পেস ব্যবহারের আহ্বান ফয়েজ আহমদ তৈয়্যবের
চসিক জলাবদ্ধতা নিরসনে ৫০ শতাংশ অগ্রগতি অর্জন করেছে: মেয়র ডা শাহাদাত হোসেন
ডা. শফিকুর রহমান পুনরায় জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ২৬ টাকা 
১০