
ঢাকা, ২ নভেম্বর, ২০২৫ (বাসস): বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা বোর্ডের চেয়ারম্যান আনোয়ার আলদীন বলেছেন, দেশের সর্বশ্রেষ্ঠ শক্তি হচ্ছে তরুণ প্রজন্ম। তাদের সৃজনশীলতা, উদ্দীপনা ও উদ্ভাবনী চিন্তাভাবনা একটি ন্যায়ভিত্তিক, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি বলেন, ‘তরুণদের শুধু স্বপ্ন দেখলেই হবে না, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য কর্মে অংশ নিতে হবে।’
আনোয়ার আলদীন আজ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে আয়োজিত ‘তারুণ্যের ভাবনায় কেমন বাংলাদেশ চাই’ শীর্ষক এক অনুপ্রেরণামূলক আলোচনা সভায় এসব কথা বলেন।
সামাজিক উন্নয়ন ও মানবিক সংগঠন- রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করে। সংগঠনের চেয়ারম্যান মো. আতাউর রহমান সভায় সভাপতিত্ব করেন। পরিবেশ কণ্ঠের প্রকাশক মীযানুর রহমান ও সোনারগাঁও জনকল্যাণ যুব সংস্থার সভাপতি ফয়সাল আহমেদ আলোচনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সমাজকল্যাণ সম্পাদক কামরুজ্জামান রতন মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) আলমগীর হোসেন এবং সোনারগাঁ উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সভায় মো. আতাউর রহমান বলেন, ‘তরুণ প্রজন্মের চিন্তা ও দায়িত্ববোধের মাধ্যমেই গড়ে উঠতে পারে আলোকিত বাংলাদেশ। ঐতিহ্যের মাটিতে দাঁড়িয়ে তারা যদি সততা, মানবতা ও উন্নয়নের দৃষ্টিতে কাজ করে, তাহলে বাংলাদেশ হবে বিশ্বের জন্য একটি অনুকরণীয় উদাহরণ।’
অনুষ্ঠানে উপস্থিত তরুণরা দেশপ্রেম, ঐক্য ও দায়িত্ববোধের শপথ নিয়ে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
শেষে সাংস্কৃতিক পর্ব ও তরুণদের মুক্ত মতবিনিময়ে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।