ভিয়েতনামে বন্যায় প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতিতে প্রধান উপদেষ্টার গভীর শোক

বাসস
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ১৯:৪৯ আপডেট: : ০৯ ডিসেম্বর ২০২৫, ২০:১৯
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি

ঢাকা, ৯ ডিসেম্বর, ২০২৫(বাসস): ভিয়েতনামের মধ্যাঞ্চলে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় বহু মানুষের প্রাণহানি, নিখোঁজ হওয়া এবং ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফ্যাম মিন চিনহের কাছে পাঠানো এক শোকবার্তায় তিনি এই সমবেদনা জানান।

বার্তায় প্রধান উপদেষ্টা লিখেছেন, ‘ভিয়েতনামের মধ্যাঞ্চলে সাম্প্রতিক বিধ্বংসী বন্যায় শতাধিক মানুষের মৃত্যু ও নিখোঁজ হওয়া এবং কৃষি ও অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় আমরা অত্যন্ত মর্মাহত।’

আজ মঙ্গলবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে শোকবার্তাটি প্রকাশ করা হয়।

শোকবার্তায় প্রফেসর ইউনূস বলেন, ‘বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে আমি নিহতদের পরিবারগুলোর প্রতি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি। এ ট্র্যাজেডিতে আহত ও ক্ষতিগ্রস্ত সবার প্রতি আমাদের সহমর্মিতা ও সমর্থন রইল।’

তিনি আরও বলেন, ‘একটি জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশ হিসাবে আমরা এমন দুর্যোগে মানবিক কষ্ট ও অর্থনৈতিক বিপর্যয় গভীরভাবে উপলব্ধি করি। এই শোকের মুহূর্তে আমরা নিহতদের আত্মার শান্তি কামনা করি এবং আহতদের দ্রুত সুস্থতা আশা করি। ভিয়েতনাম দ্রুতই এই বন্যার ধাক্কা কাটিয়ে পুনর্গঠনে সফল হবে—এ প্রত্যাশা করি।’

প্রধান উপদেষ্টা বলেন, প্রয়োজনে বাংলাদেশ ভিয়েতনামকে সকল ধরনের সহায়তা ও সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হংকংয়ে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১৬০
দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান
গাজায় ত্রাণ প্রবেশে জর্ডান সীমান্তের অ্যালেনবি ক্রসিং ফের খুলছে বুধবার
প্রযুক্তিগত উৎকর্ষের পাশাপাশি পরিবেশগত দায়বদ্ধতাও নিশ্চিত করতে হবে: পরিবেশ উপদেষ্টা
চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত
বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ও বীর বিক্রম মহিবুল্লাহর ৫৪তম শাহাদাত বার্ষিকী কাল 
নাটোরে তিনটি মডেল মসজিদ উদ্বোধন আগামীকাল
ডিএসইতে লেনদেন ৪৫৮ কোটি টাকা, সূচকে ইতিবাচক প্রবণতা
আর্থ অবজারভেশন সক্ষমতা বৃদ্ধিতে ইতালির মহাকাশ সংস্থার সঙ্গে চুক্তি
সৌর বিদ্যুৎ কেন্দ্রের শুল্ক কমানোয় বছরে ৪২০ কোটি টাকা সাশ্রয় হবে: ফাওজুল কবির খান
১০