শিরোনাম
ঢাকা, ১২ জানুয়ারি, ২০২৩ (বাসস) : সরকার খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম প্রতি ইউনিটে ১৯ পয়সা বাড়িয়েছে।
আজ বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বাসসকে বিদ্যুতের এই মূল্য সমন্বয়ের কথা জানান।
তিনি বলেন, চলতি মাস থেকেই বিদ্যুতের নতুন শুল্ক কার্যকর হবে এবং যারা পোস্ট-পেইড মিটার ব্যবহার করেন- তাদেরকে ফেব্রুয়ারি থেকে এই মূল্য পরিশোধ করতে হবে।
প্রি-পেইড মিটার ব্যবহারকারীদের এ মাস থেকেই নতুন মূল্য দিতে হবে।
প্রতিমন্ত্রী বলেন, এখন থেকে প্রতি মাসের প্রথম সপ্তাহে বিদ্যুতের মূল্য সমন্বয় করা হবে। এই মূল্য নির্বাহী আদেশে কার্যকর হবে।
গ্রাহকদের এখন থেকে প্রতি মাসের প্রথম সপ্তাহের বিদ্যুতের মূল্য জানিয়ে দেয়া হবে যে- সমন্বিত মূল্য বাড়ছে নাকি কমছে।
নসরুল হামিদ আরো বলেন, গ্রাহক পর্যায়ে নতুন মূল্যে বিদ্যুৎ কিনতে হবে।