বাসস
  ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:২৪

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী পীরগঞ্জে যাচ্ছেন কাল 

রংপুর (পীরগঞ্জ), ১৪ ফেব্রুয়ারি, ২০২৩ (বাসস) : জাতীয় সংসদের স্পিকার ও পীরগঞ্জ আসনের এমপি ড. শিরীন শারমিন চৌধুরী কাল পীরগঞ্জে যাচ্ছেন। 
স্পিকারের একান্ত সচিব এম এ কামাল বিল্লাহ স্বাক্ষরিত সফরসূচি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রাণী রায় জানান, ইতোমধ্যে স্পিকারের সফরসূচি বাস্তবায়নে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। 
শিরীন শারমিন চৌধুরী সকালে ঢাকা থেকে বিমান পথে সৈয়দপুর ও সড়কপথে নিজ নির্বাচনী এলাকায় পৌঁছাবেন। দুপুরে মদনখালি ইউনিয়নের কাদিরাবাদ আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনের পর উপজেলা প্রশাসন আয়োজিত কাদিরাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করবেন। এ সময় তিনি মদনখালি ইউনিয়নের উপকারভোগীদের মধ্যে ৫০টি বাইসাইকেল, ১১টি সেলাইমেশিন, ১০টি স্প্রে-মেশিন ও ১০টি হুইলচেয়ার বিতরণ করবেন। 
বিকেলে জাফরপাড়া উপস্বাস্থ্য কেন্দ্র পরিদর্শনের পর উপজেলা পরিষদ চত্বরে অদম্য অগ্রযাত্রার বাংলাদেশ টেরাকোটার উদ্বোধন, উপজেলা পরিষদ মিলনায়তনে উপকারভোগীদের মধ্যে স্বেচ্ছাধিন তহবিলের চেক বিতরণ ও মতবিনিময় অনুষ্ঠানে যোগ দিবেন।  
রাতেই সৈয়দপুর হয়ে বিমানপথে ঢাকা পৌঁছাবেন তিনি।