শিরোনাম
ঢাকা, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩ (বাসস) : বাংলাদেশ সম্প্রতি নেদারল্যান্ডের একজন কট্টর-ডানপন্থী ব্যক্তির আবারও পবিত্র কুরআন অবমাননার তীব্র নিন্দা জানিয়েছে।
আজ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বাংলাদেশ ‘প্রতিবাদের অধিকার’, ‘মত প্রকাশের অধিকার’ বা ‘মানবাধিকারের’ নামে এক মাসের মধ্যে আবারও এই ধরনের জঘন্য কর্মকান্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
বিবৃতিতে আরো বলা হয়, ‘বাংলাদেশ এ ধরনের অনাকাক্সিক্ষত উসকানি বন্ধের জন্য সকলের প্রতি আহ্বান জানাচ্ছে ও এ ধরনের জঘন্য কর্মকা-ের ব্যাপারে গভীরভাবে উদ্বেগ প্রকাশ করছে। ঐক্য ও শান্তিপূর্ণ সহ-অবস্থানের জন্য বাংলাদেশ মুসলিমদের ধর্মীয় মূল্যবোধ ও ধর্মীয় চিহ্নের যে কোন ধরনের অবমাননাকে প্রত্যাখ্যান করে ও এর প্রতিবাদ জানায়।’