বাসস
  ১৪ মার্চ ২০২৩, ১৫:১১

মেট্রোরেল স্টেশন কেন্দ্রীক যোগাযোগ উন্নয়নে ডিএনসিসি’কে বিশ্বব্যাংকের অর্থায়নের আশ্বাস

ঢাকা, ১৪ মার্চ, ২০২৩ (বাসস) : রাজধানী ঢাকার মেট্রোরেল কেন্দ্রীক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, খালের পাশে ওয়াকওয়ে তৈরি এবং ইলেকট্রিক বাস ক্রয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনকে অর্থায়নের আশ্বাস দিয়েছে বিশ্ব ব্যাংক।
যাত্রী ও পথচারীদের চলাচলের সুবিধায় (ডিএনসিসি’র আওতায় থাকা মিরপুর-১২ থেকে বাংলামোটর পর্যন্ত মেট্রো রেলের প্রতিটি স্টেশনকে সমন্বিত যোগাযোগ কেন্দ্র বানাতে ‘ইন্টিগ্রেট করিডোরস ম্যানেজমেন্ট (আইসিএম)’ শীর্ষক প্রকল্পের আওতায় কাজ করবে বিশ্ব ব্যাংক।
আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার ওয়াশিংটনের স্থানীয় সময় দুপুর দেড়টায় বিশ্বব্যাংকের প্রধান কার্যালয়ে বিশ্বব্যাংকের অবকাঠামো বিষয়ক ভাইস প্রেসিডেন্ট গুয়াংজে চেন এর সাথে বৈঠক করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম। বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়।
প্রজেক্ট সম্পর্কে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রতিনিধি দলে থাকা উত্তর সিটির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আমিরুল ইসলাম বলেন, ‘আমাদের মেট্রো রেলের নিচের রাস্তার উন্নয়ন হলেও স্টেশনের সাথে সংযোগ সড়কগুলো দিয়ে আসা-যাওয়া এখনো তেমন ভালো কোন ব্যবস্থা নেই। কিন্তু, পৃথিবীর উন্নত শহরে মেট্রো স্টেশনে যাত্রীদের আসা-যাওয়ায় সমন্বিত করিডোর ব্যবস্থাপনা থাকে। সেই আদলে ঢাকার মেট্রো স্টেশন গুলোকে বহুমুখী যোগাযোগের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। এ প্রকল্পে আর্থিক সহযোগিতা করতে সম্মত হয়েছে বিশ্ব ব্যাংক। সবকিছু ঠিক থাকলে আগামী নভেম্বরে আর্থিক সহযোগিতার বিষয়টি বিশ্বব্যাংকের বোর্ডে অনুমোদনের কথা রয়েছে। এতে প্রায় ১৫ কোটি মার্কিন ডলার সহযোগিতা প্রদানের আগ্রহ প্রকাশ করেছে বিশ্বব্যাংক।’
এদিকে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার সকালে বিশ্ব ব্যাংক আয়োজিত ট্রান্সফরমিং ট্রান্সপোর্টেশন-২০২৩ সম্মেলনে ঢাকার বাস্তবতায় আগামীর গণপরিবহন নিয়ে বক্তব্য রাখবেন মেয়র আতিকুল ইসলাম। এতে বিভিন্ন দেশের বিভিন্ন শহরের প্রতিনিধিরা উপস্থিত থেকে তাদের অভিজ্ঞতা বিনিময়সহ আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে মতামত রাখবেন।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংক এর  ট্রান্সফর্মিং ট্রান্সপোর্টেশন এর ২০ তম সম্মেলন উপলক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়রের নেতৃত্বে একটি দল ওয়াশিংটন ডিসিতে অবস্থান করছেন।